যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৮ মে) দিবাগত রাত ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারণ ত্রিমোহিনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার জগনন্দকাটি গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহিদ হোসেন (৪২) ও একই উপজেলার কুমরী গ্রামের নুরালী সরদারের ছেলে জিয়ারুল ইসলাম (২৮)।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, রাত ৪টার দিকে এ ঘটনার আহতদের উদ্ধার করে শার্শা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
পরে গুরুতর আহতদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
আজকের বাজার/একেএ