যশোর জেলার সাতমাইল এলাকার বারীনগর বাজারে একটি যাত্রীবাহী বাস উল্টে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। একই সঙ্গে আরও ৩৫ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার,৯ মে দুপুরে যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী বাসটি কুষ্টিয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগর বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে বাসটি ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের কারোরই পরিচয় জানা যায়নি।
যশোর ফায়ার ব্রিগেডের স্টেশন লিডার হাফিজুর রহমান জানান, মরদেহগুলো জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, ‘দুর্ঘটনায় আহত কমপক্ষে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের হাত-পা-মুখমণ্ডলে আঘাত লেগেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।’
আজকের বাজার:এলকে/এলকে/ ৯ মে ২০১৭