জেলার ঝিকরগাছায় আজ মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় শিশুসহ এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর এলাকার আলম হোসেনের ছেলে মোটরসাইকেল আরোহী তরিকুল ইসলাম (৩২) ও মল্লিকপুর পশ্চিমপাড়ার ইসমাইল হোসেনের মেয়ে লাউজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ইফাত আরা তৈয়বা (৯)।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি বাস ওই উপজেলার যশোর-বেনাপোল সড়কের মল্লিকপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক তরিকুলের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত ইফাত আরা তৈয়বাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) টিটু কুমার নাথ জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে।বাসের চালক, হেলপার পালিয়ে গেছে।
এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা দায়ের হয়েছে।