যশোরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

জেলায় রোববার রাতে সড়ক দুর্ঘটনায় আশিকুল ইসলাম সবুজ (৩৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। মৃত ব্যক্তি যশোর থেকে প্রকাশিত দৈনিক সমাজের কথার সম্পাদনা সহকারী ও যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে’র সদস্য ছিলেন। তিনি শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার রফিকুল আলমের ছেলে। নিহত সবুজের ৮মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৭টার দিকে সাংবাদিক আশিকুল ইসলাম সবুজ মোটরসাইকেলযোগে বাসা থেকে কর্মস্থল দৈনিক সমাজের কথা পত্রিকা অফিসে যাওয়ার পথিমধ্যে যশোর-খুলনা মহাসড়কের বকচর এলাকায় পৌঁছালে একটি ওষুধ কোম্পানীর কাভার্ডভ্যান চাপা দিলে মাথায় গুরুতর আঘাত পান।স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের হয়েছে।