জেলার চুড়ামনকাঠিতে সোমবার রাতে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র জিহাদ হোসেন (১৭) নিহত হয়েছে। মৃত ব্যক্তি যশোর সদর উপজেলার ছোট হৈবতপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে এবং কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ ও নিহতের বন্ধু স¤্রাট জানায়, যশোর সদর উপজেলার ইছালী গ্রামে মেলা দেখে তারা নয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী বিজয়নগরে অপর এক বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে চুড়ামনকাঠি তেলপাম্পের সন্নিকটে মাদ্রাসার সামনে পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা খায় জিহাদের মোটরসাইকেলটি। এ সময় জিহাদের মাথায় আঘাত লাগলে গুরুতর আহত হয়।মোটরসাইকেলে থাকা মামুন ও স¤্রাট ছিটকে পড়ে।
স্থানীয় লোকজন জিহাদকে উদ্ধার করে রাত ১০টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণাা করেন। হাসপাতালের ডাক্তার বায়েজিদ হোসেন জানান,হাসপাতালে আনার আগেই জিহাদের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে যশোর কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়েছে।