শহরের চাঁচড়া তেতুলতলা এলাকায় সোমবার রাত ৮টার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় সবুজ হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। মৃত ব্যক্তি মহেশপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামের সবদার আলীর ছেলে ও যশোর এমএম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্র।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, সবুজ গতরাতে বাইসাইকেল চালিয়ে শহরে যাওয়ার পথিমধ্যে তেতুলতলা নামক স্থানে পৌঁছালে একটি কাভার্ডভ্যান চাপা দিলে গুরুতর আহত হন তিনি।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। লাশের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়েছে।কাভার্ডভ্যানের চালক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।