যশোরের শার্শা থানার জামতলা সাদেক মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে ১৬৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে এসআই বকতিয়ার রহমান।
সোমবার, ১৯ মার্চ রাত আনুমানিক ৮ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, মো. ইসহাক গাজী (৫০), মো. আজিজুল হক (৩২)ও আব্দুল রহমান (৫৩)।
এসময় ইসহাক গাজীর কাছে ৬০ পিস, আজিজুল হকের কাছে ৫৫ পিস এবং আব্দুল রহমানের কাছে থাকা ৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২ জন শার্শা থানার বাগুড়ি বেল তলা গ্রামের মৃত জাবেদ আলী, আব্দুল সিদ্দিক, ও পশ্চিম কোটা গ্রামের আব্দুল আজীজ এর ছেলে।
শার্শা থানার এসআই বকতিয়ার রহমান জানান, সোমবার রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তারা ৩ জন শার্শা থানার জামতলা সাদেক মিষ্টান্ন ভান্ডারের সামনে অবস্থান করছে। সংবাদ পেয়ে আমরা সেখানে অবস্থান করে ১৬৫ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করি।
শার্শা থানার ওসি (তদন্ত) তাসমিম আলম তুষার যানান, আটক ৩ জনকে শার্শা থানায় মাদক মামলায় আসামী করে আদালতে পাঠানো হয়েছে।
আরএম/