শার্শা উপজেলার হাড়িখালি এলাকায় নাভারন-সাতক্ষীরা সড়কে বুধবার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত এবং ১৫ আরোহী আহত হয়েছেন। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল হক বলেন, সকাল সাড়ে ৭টার দিকে স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের বহনকারী‘গ্রিন বাংলা পরিবহনের’একটি বনভোজনের বাস সাতক্ষীরা থেকে ফরিদপুর পাওয়ার পথে বিপরীতমুখী আরেকটি বাসকে ধাক্কা দেয়। আহতদের মধ্যে চারজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান