জেলার ঝিকরগাছা থানা পুলিশ ৪ কেজি ৬০০ গ্রাম সোনাসহ দুই পাচারকারীকে আটক করেছে।
নাভারন সার্কেলের সহকারি পুলিশ নিশাত আল নাহিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিকরগাছা উপজেলার কায়েম কোলা বাজারের তরিকুলের চায়ের দোকানের সামনে থেকে দুই মোটরসাইকেল আরোহীকে পুলিশ আটক করে। পরে আটক মাসুম বিল্লাহ নামে যুবকের শরীর তল্লাশি করে তার শরীরে বিশেষ কায়দায় লুকানো ১০টি সোনার বার উদ্ধার করে। উদ্ধার হওয়া সোনার বারের মধ্যে এক কেজি ওজনের চারটি, ১০০ গ্রামের ৬টি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
আটকৃতরা হলো- ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে মাসুম বিল্লাহ (৩২) ও যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আবু বক্করের ছেলে শাহিন আলম (৩৩)।
পুলিশের এই অভিযানের সময় ঝিকরগাছার সরকারি কমিশনার ভূমি মামুনুর রশিদ উপস্থিত ছিলেন বলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত নিশ্চিত করেন।
আটকৃত সোনার শুল্ক গুদামে জমা দিয়ে ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। (বাসস)