যশোরের বেনাপোলে ৫০ হাজার মার্কিন ডলারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
শনিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার পুটখালী সীমান্তের খলসী বাজার নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম আক্তারুল ইসলাম (৩০)। আটক আক্তারুর পুটখালী গ্রামের ইউসুফ আলীর ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে খলসী বাজার এলাকা থেকে একটি মোটর সাইকেলসহ আক্তারুলকে আটক করা হয়। পরে তার মোটর সাইকেলের সিট-কভার থেকে ৫০ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়।
জব্দকৃত মোটরসাইকেল ও মার্কিন ডলারের মূল্য ধরা হয়েছে ৪২ লাখ ৯০ হাজার টাকা। জব্দকৃত মালামালসহ আটক আক্তারুলকে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।
এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
আজকের বাজার/একেএ