যশোরের অভয়নগরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় বাংলাদেশ রেলওয়ের সম্পত্তিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু করেছে রেল কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা সরানোর বেঁধে দেয়া সময়সীমা শেষ হওয়ার পর মঙ্গলবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এ ব্যাপারে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলদারদের কাছ থেকে মুক্ত করে সরকারের রাজস্ব আয় বাড়ানোর চেষ্টা চলছে। দখলদাররা যতই শক্তিশালী হোক না কেন, উচ্ছেদ অভিযান অব্যাহত রেখে রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত করা হবে।
রেল সূত্র জানায়, অবৈধ স্থাপনাকারীদের দুদফা সময় দিয়ে ব্যাপক মাইকিং করে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য গত রবিবার পর্যন্ত সময় বেঁধে দেয় রেল কর্তৃপক্ষ। ওই সময়ের মধ্যে স্থাপনা না সরানোর কারণে নওয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে নূরবাগ রেলগেট এলাকা পর্যন্ত, বেঙ্গলগেট এলাকা, গরু হাটা এলাকার প্রায় ৫ শতাধিক দোকানপাট, বসতঘর, হোটেল-রেঁস্তোরাসহ নানা স্থাপনা উচ্ছেদ করা হয়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান