যশোর জেলায় এ বছর ৬৩২টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর মাত্র কয়েকদিন বাকি এ মহোৎসবের। দুর্গা দেবীর আগমণকে ঘিরে প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন যশোর জেলা শহরসহ ৮ উপজেলার প্রতিমা কারিগররা। দিন-রাত পরিশ্রম করে তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন একেকটি অসাধারণ মনোমুগ্ধকর অনিন্দ্য সুন্দর দুর্গা দেবীর প্রতিমা। বর্তমান সময়ে কারিগররা দেবী দুর্গাসহ প্রতিমাগুলোকে অনিন্দ্য সুন্দর রূপ দিতে ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন।
জেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায় আগামী ২২ অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হয়ে ২৬ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে দুর্গাপূজা শেষ হবে।বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর সামাজিক দূরত্ব বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত।এবার পূজোয় স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই ভক্তদের মুখে মাস্ক পরতে হবে। সামজিক দূরত্ব বজায় রেখে প্রতিমা দর্শন করতে হবে।সরকারি নিয়ম মেনে পূজা অনুষ্ঠিত করতে হবে বলে তিনি জানান।
পূজা উদযাপন কমিটি সূত্রে আরো জানা যায়,এ বছর সবচেয়ে বেশি যশোর সদর উপজেলায় ১২৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।এছাড়া অভয়নগর উপজেলায় ১২২টি মন্ডপে,কেশবপুর উপজেলায় ৯১টি মন্ডপে, মনিরামপুর উপজেলায় ৮৯টি মন্ডপে,বাঘারপাড়া উপজেলায় ৮৩টি মন্ডপে, ঝিকরগাছা উপজেলায় ৪৪টি মন্ডপে, চৌগাছা উপজেলায় ৪০টি মন্ডপে এবং শার্শা উপজেলায় ৩৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, আসন্ন দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি মন্ডপে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য নিয়োজিত থাকবে।এছাড়া আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণভাবে টহলও দিবে।