যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৭৩ কেজি ওজনের ছয়শ’ ২৪ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৯আগস্ট) রাত ১০ টার দিকে শিকারপুর সীমান্তের নারকেলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মহিউদ্দিন। তিনি শিকারপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।
৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, বিপুল পরিমান সোনার বার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিজিবির একটি টহল দল শিকারপুর নারিকেল বাড়িয়া এলাকায় অভিযান চালায়। এসসময় মহিউদ্দিন নামের এক সোনা চোরাচালানীকে আটক করে তারা।
পরে তার দেহ তল্লাশি করে ৬২৪ টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দকৃত সোনার মূল্য প্রায় ৩৫ কোটি ৭৭ লাখ টাকা বলেও জানায় বিজিবি।
উদ্ধার করা সোনাসহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানান লে. কর্নেল আরিফুল।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
আজকের বাজার/এমএইচ