যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের এম ইদ্রিস আলী ২শ’৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি প্রার্থী দেবাশীষ দাস পেয়েছেন ১শ’৯৪ ভোট।সাধারণ সম্পাদক পদে আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী এমএ গফুর ২শ’৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী সাধারণ সম্পাদক প্রার্থী এসএম বদরুজ্জামান পলাশ পেয়েছেন ১শ’৮০ ভোট।গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১নম্বর ভবনে উৎসব মূখর পরিবেশে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।রাত সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করেন আইনজীবী সমিতি নির্বাচনের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসমত হাসার।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, এ নির্বাচনে সহ-সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল ও আইনজীবী ঐক্য প্যানেলের গোলাম মোস্তফা, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের ইমদাদুল হক ইমদাদ, সহকারি সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের পলক কুমার মৈত্র ও জাহাঙ্গীর আলম,গ্রন্থাগার সম্পাদক পদে আইনজীবী ঐক্য প্যানেলের আ,ক,ম মনিরুল ইসলাম এবং সদস্য পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের তারিক এনাম অনিক, আইনজীবী ঐক্য প্যানেলের মো: জুলফিকার আলী, রেহেনা পারভীন, মকবুল হোসেন এবং গনতান্ত্রিক আইনজীবী প্যানেলের এসএম মাসুদুল হক বিজয়ী হয়েছেন।
মোট ৪৮২ ভোটারের মধ্যে ৪৬৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে নির্বাচন কমিশনের অ্যাডভোকেট সদস্য শামসুর রহমান জানান। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান