যশোর কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়ার্টারে অগ্নিকান্ডে ৬টি ঘরসহ মালামাল ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে কারাঅভ্যন্তরে স্টাফ কোয়ার্টারের একটি ঘরে আগুন লাগার পর কোয়ার্টারের অন্যঘরে আগুন ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপ-পরিচালক আনোয়ারুল হক জানান, আধা ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ৪টি টিম ঘটনাস্থলে পৌঁছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তারা প্রাথমিকভাবে মনে করছেন।