যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল ।এ নির্বাচনে ১৭টি পদের বিপরীতে মোট ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সরকারি সিটি কলেজে গ্রহণ চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মো: ইদ্রিস আলী।
যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি মো: মামুনুর রশিদ বাচ্চু ও সাবেক সভাপতি মো: আজিজুল ইসলাম মিন্টু।সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সাধারণ সম্পাদক মো: মোর্ত্তজা হোসেন ও মো: সেলিম রেজা মিঠু।
সূত্রে জানা যায়, নির্বাচনে ৯হাজার ১৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।