যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪জন প্রার্থী, কাউন্সিলর পদে ৬৫ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩জন প্রার্থীসহ মোট ৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী ২ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও এ নির্বাচনের রিটার্নিং অফিসার হুমায়ুন কবির ও সহকারী রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তারা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, বিএনপি মনোনীত প্রার্থী মারুফুল ইসলাম মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান কাকন মৃধা।
সূত্রে আরো জানা গেছে, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর আহম্মাদ শাকিল, জাকির হোসেন রাজিব, মুজিবর রহমান, টিপু সুলতান ও সহিদুর রহমান।২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজু, সাবেক কাউন্সিলর শেখ সালাউদ্দিন, ইকবাল কবির, তপন কুমার ঘোষ, মীর মোশাররফ হোসেন বাবু, জাহিদুল ইসলাম, টুটুল মোল্লা, আশরাফুল কবির বিল্লাল, ওসমানুজ্জামান চৌধুরী ও অনুব্রত সাহা মিঠুন। ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কাউন্সিলর মোকসিমুল বারী অপু, উম্মে মাকসুদা মাসু, কামরুজ্জামান, দেলোয়ার হোসেন টিটো, ওমর ফারুক, শামিম আহমেদ রনি, সাব্বির মল্লিক ও শফিকুল ইসলাম।৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুস্তা, জাহিদ হোসেন, ফেরদৌস হোসেন ও মোহাম্মদ মঈন উদ্দীন।৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান কাউন্সিলর হাবিবুর রহমান মণি চাকলাদার, রাজিবুল আলম, হাফিজুর রহমান, মোকছেদুর রহমান ভুট্টো, শরীফ আব্দুল্লাহ আল মাসউদ, শাহাজাদা নেওয়াজ ও মিজানুর রহমান।৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান কাউন্সিলর আলমগীর কবীর সুমন, এসএম আজাহার হোসেন স্বপন, আশরাফুজ্জামান, আনিছুজ্জামান, পাপিয়া আক্তার, আশরাফুল হাসান, আজিজুল ইসলাম, বিল্লাল পাটোয়ারী।৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান কাউন্সিলর গোলাম মোস্তফা, শামসুদ্দিন বাবু, আবু শাহ জালাল, শাহেদুর রহমান, শাহেদ হোসেন, কামাল হোসেন, জুলফিকার আলী, আবু শাহ জালাল (২), এসএম মাহমুদুল হাসান সুমন ও রবিউল ইসলাম।৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান কাউন্সিলর সন্তোষ দত্ত, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, প্রদীপ কুমরি নাথ বাবলু, গৌরাঙ্গ পাল বাবু ও ওবাইদুল ইসলাম রাকিব।৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান কাউন্সিলর আজিজুল ইসলাম, শেখ ফেরদৌস ওয়াহিদ, শেখ নাছিম উদ্দিন পলাশ, আজিজুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল, আবু বক্কার সিদ্দিকী, শেখ শহীদ, স্বপন কুমার ধর, খন্দকার মারুফ হুসাইন ও রিয়াজ উদ্দীন।
এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান কাউন্সিলর আইরিন পারভীন, আয়েশা ছিদ্দিকা, সান-ই শাকিলা আফরোজ, সুফিয়া বেগম, অর্চণা অধিকারী, রেহেনা পারভীন, রুমা আক্তার, রোকেয়া বেগম ও সেলিনা খাতুন।৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান কাউন্সিলর নাসিমা আক্তার জলি ও নাছিমা সুলতানা।৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান কাউন্সিলনর শেখ রোকেয়া পারভীন ডলি ও সালমা আক্তার বানী।
উপজেলা নির্বাচন অফিসার ও এ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রশিদ জানান, জমা দেয়া মনোনয়নপত্র যাচাই বাছাই ৪ ফেব্রুয়ারি, ১১ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।