বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার অভ্যন্তরীণ রুটে আরও একটি ফ্লাইট বৃদ্ধি করেছে।
সংস্থাটি বৃহস্পতিবার থেকে যশোর রুটে প্রতিদিন আরও একটি করে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
ক্রমাগত যাত্রী চাহিদার কারণে শিগগিরই কক্সবাজার ও সৈয়দপুর রুটে আরও ফ্লাইট বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৫টি, কক্সবাজার রুটে ৫টি, যশোর রুটে ৫টি, সৈয়দপুর রুটে ৪টি, সিলেট রুটে ২টি, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
নভোএয়ার একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনি¤œ ২ হাজার ৫০০ টাকা, কক্সবাজার ৩ হাজার ৯০০ টাকা, সৈয়দপুর ২ হাজার ৭০০ টাকা, যশোর ২ হাজার ৭০০ টাকা, সিলেট ২ হাজার ৭০০ টাকা, বরিশাল ২ হাজার ৭০০ টাকা, রাজশাহী ২ হাজার ৭০০ টাকা এবং কলকাতা রুটে (দ্বিমুখী) ১১ হাজার ৩০০ টাকায় যাত্রী পরিবহন করছে।