যশোর-৬ আসনের উপ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মাঝে আজ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সকালে জেলা নির্বাচন অফিস থেকে স্ব স্ব দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিদের মাঝে প্রতীক তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর।
যশোর-৬ আসনের এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ৩ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, বিএনপির প্রার্থী আবুল হেসেন আজাদ ও জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান নিজে প্রতীক গ্রহণ করেন। প্রতীক গ্রহণ শেষে আওয়ামী লীগ নেতারা আসন্ন নির্বাচনে তাদের প্রার্থীর বিজয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, সর্বাত্মক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আওয়ামী লীগ আন্তরিকতার সাথে কাজ করছে। জনগণের সর্বাত্মক অংশ গ্রহণ ও সমর্থনের মাধ্যমেই তাদের প্রার্থী বিজয়ী হবেন। অন্যদিকে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীদ্বয় সুষ্ঠু ও নিরেপেক্ষ নির্বাচনের ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, প্রশাসন ও নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ ভুমিকা পালন না করে তাহলে কেশবপুরে সুষ্ঠু ও অংশ গ্রহণমুলক নির্বাচন হবে না। এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা হুময়ুন কবীর জানান, যশোর-৬ আসনে অবাধ, নিরপেক্ষ ও সবার অংশ গ্রহণমূলক নির্বাচন করার জন্য আমরা কাজ করছি। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, যশোর-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মৃত্যুবরণ করলে এ আসনটি শুন্য হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান