রাজধানীর যাত্রাবাড়ি থেকে মাওলানা মোহাম্মদ মাকসুদুর রহমান ওরফে আব্দুল্লাহ নামে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, মাকসুদুর ওরফে আব্দুল্লাহ আনসারুল্লা বাংলা টিমের শরিয়াহ বোর্ডের সদস্য। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।