রাজধানীর যাত্রাবাড়িতে শাহরিয়ার স্টিল মিলে বাট্টিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লা¬াস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি দগ্ধরা হলেন ইয়ার হোসেন (২৫), তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে, জসিম উদ্দিন (৪৫), তার ২০ শতাংশ পুড়েছে এবং অপরজন আলামিন (২৫), তার শরীরের ২৪ শতাংশ দগ্ধ হয়েছে।
বার্ণ ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, দগ্ধ তিনজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। দিদার হোসেন ও ধনু ব্যাপারী নামে দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। দগ্ধদের খোঁজ খবর নিয়েছি। হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।’