রাজধানীর যাত্রাবাড়ীতে দেশীয় অস্ত্রসহ রবিন, পাবেল ও শাহাদাত নামে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যাত্রাবাড়ীর সায়দাবাদ রেলগেট সংলগ্ন করাতিটোলা স্কুলের পিছনে ডাকাতির চেষ্টাকালে বুধবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হলেও বৃহস্পতিবার এসব তথ্য জানা যায়।
গ্রেপ্তারকালে তাদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ২টি চাপাতি ও ১টি ছুরি উদ্ধার করা হয়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
আরএম/