রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। মআটকরা হলেন- মো. জাহিদুল ইসলাম (৩১), মো. গোলাপ হোসেন (২০) ও মো. আলমগীর (৩৬)। আটকের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।
বুধবার ০৭ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, টহলরত অবস্থায় পুলিশ তাদের আটক করে। তাদের মধ্যে জাহিদুল ইসলাম ও আলমগীরের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার আমগ্রাম গ্রামে এবং গোলাপ হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বেঙ্গাউতা গ্রামে।
আটক তিনজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজকের বাজার: আরআর/ ০৭ জুন ২০১৭