২ বছর মেয়াদী ৭ সদস্যের কমিউনিটি রেডিও অ্যালামনাই এসোসিয়েশন (সিআরএ) ফাউন্ডেশন গঠিত হয়েছে। রোববার ২৬ নভেম্বর রাজধানীতে কমিউনিটি রেডিও পুরষ্কার প্রদান অনুষ্ঠান শেষে গঠিত হয় কমিটি।
সি আর এ ফাউন্ডেশন বাংলাদেশের কমিউনিটি রেডিওগুলোর সহযোগি প্রতিষ্ঠান হিসেবে এবং পারষ্পারিক সহযোগিতার মাধ্যমে সকল অ্যলামনাই সদস্যদের পেশাগত উন্নয়ন ঘটাতে প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়া কমিউনিটি রেডিওর ভাল কাজগুলোকে মূল ধারার গণমাধ্যমে প্রচারনায় কাজ করবে, যা অন্যন্য কমিউনিটিতে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি মূল ধারার গণমাধ্যমে উঠে আসবে কমিউনিটির কথা। নতুন নতুন বিষয়ে অনুষ্ঠানের ধারনাপত্র তৈরী করেও কমিউনিটিি রেডিও গুলোতে সরবরাহ করবে সিআরএ ফাউন্ডেশন। অতীতে কমিউনিটি রেডিওতে কাজ করা সদস্যরা বর্তমানে মুল ধারার গণমাধ্যম সহ বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। পেশাগত কারনে কমিউনিটি রেডিও থেকে তাদের কর্মবিচ্যুতি ঘটলেও পুনরায় এই মাধ্যমটির সাথে তাদের সংযুক্তি ঘটবে।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি সাখাওয়াত সুমন, সাধারণ সম্পাদক মাফিয়া মুক্তা, অর্থ সম্পাদক জিনিয়া ফারজানা, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার পলাশ, অনুষ্ঠান নির্মাণ সম্পাদক মো. রাসেল, গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক রাখি জেসমিন, গবেষনা ও প্রশিক্ষন সম্পাদক নিশাত নিতু।
আজকের বাজার:এলকে/এলকে ২৬ নভেম্বর ২০১৭