যাত্রা শুরু করলো এ্যাপভিত্তিক বীমা সেবা সুরক্ষা

ইজি ফিনটেক লিঃ এর এ্যাপভিত্তিক বীমা সেবা সুরক্ষা-র উদ্বোধনী অনুষ্ঠান ২ নভেম্বর, ২০১৯ ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে ইজি ফিনটেক লিঃ এর চেয়ারম্যান জনাব এ কে এম মোস্তাফিজুর রহমান উদ্বোধনী বক্তৃতায় বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন । ইজি ফিনটেক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ সিকদার বীমা ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে ঘরে বসে মানুষকে বীমা সেবা দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সুরক্ষা এ্যাপসটি ব্যবহার করে সাধারন মানুষ ঘরে বসে আপাতত সকল প্রকার যানবাহন বীমা করতে পারবেন এবং বীমা সংক্রান্ত পলিসি ঘরে বসেই পেয়ে যাবেন । উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্যারামাউন্ট ইন্সুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক জনাব বায়োজিদ মোস্তবা সিদ্দিকি এবং রূপালী ইন্সুরেন্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব পৃথিশ কুমার রায় । সেন্ট্রাল ইন্সুরেন্স লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বদরুল তামিম । গ্রীনডেল্টা ইন্সুরেন্স লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মঈন উদ্দিন, বিকাশ লিঃ এর সিইও জনাব কামাল কাদির, সেনাকল্যাণ ইন্সুরেন্স এর উপব্যবস্থাপনা পরিচালক জনাব প্রনব কুমার সাহা ।

উল্লেখ্য ইজি ফিনটেক লিঃ ডিজিটাল এ্যাপ সুরক্ষা গুগল প্লে ষ্টোরে পাওয়া যাবে এবং শীঘ্রই তা এ্যাপল ষ্টোরে পাওয়া যাবে । ইজি ফিনটেক লিঃ এর চেয়ারম্যান মহোদয় আগামী ২০২০ এর মধ্যে সকল প্রকার বীমা সেবা সুরক্ষার এ্যাপসে যাবে…