ভারতের ঝাড়খন্ড রাজ্যে সকালে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৯ জন যাত্রী।
মঙ্গলবার সকালে রাজ্যের গারহাওয়া এলাকা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, বাসটি ছত্তিশগড় থেকে গাড়োয়া যাওয়ার পথে সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। হতাহতদের উদ্ধারের কাজ চলছে।
এর আগে, গত ১০ জুন ঝাড়খণ্ডের হাজারিবাগে একটি ট্রেইলার-ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই আট জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও তিন জন।
আজকের বাজার/এমএইচ