যাত্রীবাহী বাস থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে ১২০টি স্বর্ণের বারসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব। রবিবার রাতে নরসিংদীর পাঁচদোনা এলাকায় থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

জব্দ স্বর্ণের ওজন ১৪ কেজি। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ১১টায় কারওয়ান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।