হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শর্টপ্যান্টের ভেতর থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৪ কেজি ২৮৬ গ্রাম স্বর্ণ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
মঙ্গলবার মধ্যরাতে স্বর্ণসহ মো. আনোয়ার হোসেন নামের এক যাত্রীকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে যাত্রী মো. আনোয়ার হোসেনের শর্টপ্যান্ট এ বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪৩টি স্বর্ণের বার আটক করেছে।
আটক স্বর্ণের মোট ওজন ৪ কেজি ২৮৬ গ্রাম। মো. আনোয়ার হোসেনের বাড়ি রাজধানীর মোহাম্মদপুর এলাকায়।
ড. মইনুল খান জানান, মো. আনোয়ার হোসেন এ বছর জানুয়ারিতে দুইবার ঢাকা-সিঙ্গাপুর যাতায়াত করেছেন। ২০১৭ সালে এই যাত্রী ৫ বার বিদেশ গমন করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি একজন লাগেজ ব্যবসায়ী হিসেবে পরিচিত দেন।
এই স্বর্ণ রেজাউল নামের এক ব্যক্তির বলে আটক যাত্রী দাবি করেন। তিনি সিঙ্গাপুরে যাতায়াত টিকেট ও ৫০ হাজার টাকার বিনিময়ে এই স্বর্ণ বহন করছিলেন।
মইনুল খান জানান, এ যাত্রী গতরাত ৯টায় এসকিউ৪৪৬ যোগে সিঙ্গাপুর হতে শাহজালালে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শাহজালালে অবতরনের পর যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার পরে যাত্রীকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। তবে সুনির্দিষ্ট গোপন সংবাদ থাকায় এবং যাত্রীর কথাবার্তায় অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় তাকে ব্যাগেজ কাউন্টারে এনে শুল্ক গোয়েন্দারা যাত্রীর দেহ তল্লাশিপূর্বক পরিহিত শর্টপ্যান্ট এর ভেতরে কালো কাপড়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় এই স্বর্ণের বারগুলো উদ্ধার করে।
তিনি জানান, ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে রাতে ঢাকায় আসে। অনেক নাটকীয়তার পর স্বর্ণ উদ্ধার হয় রাত প্রায় ১টায়। তার কাছ থেকে শুল্ক গোয়েন্দারা সর্বমোট ৪৩টি স্বর্ণের বার পান। এর প্রতিটির ওজন ৯৯.৭০ গ্রাম (৪ কেজি ২৮৬ গ্রাম। আটক স্বর্ণের মূল্য ২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।
এই ব্যাপারে আটক যাত্রী মো. আনোয়ার হোসেনকে শুল্ক আইনে গ্রেপ্তার করা হয়েছে ও তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।
আজকের বাজার: সালি / ১৬ জানুয়ারি ২০১৮