যাত্রী সংকটে বিমানের আরও দুটি হজ্বফ্লাইট বাতিল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও দুটি হজ্ব ফ্লাইট বাতিল করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ থেকে ফ্লাইট দুটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও পর্যাপ্ত হজ্বযাত্রী না পাওয়ার কারণে তা বালিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্হাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গণমাধ্যমে এ তথ্য  জানিয়েছেন।

তিনি জানান, পর্যাপ্ত হজ্বযাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মঙ্গলবারের দুটি হজ্ব ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাতিল হজ্ব ফ্লাইট দুটি হলো, বিজি-১০৯১ ও বিজি- ৬০৯১। এ নিয়ে বিমানের মোট বাতিলকৃত হজ্বফ্লাইটের সংখ্যা দাঁড়ালো ১৮টি ।

আজকের বাজার/এমএইচ