যাদের প্রয়োজন সে সব দেশে ইউক্রেনের শস্য পাঠানোই অগ্রাধিকার : পুতিন

ইউক্রেনের শস্য যে সব দেশের সবচেয়ে বেশি প্রয়োজন সে সব দেশে পাঠানোর বিষয়টি অগ্রাধিকার দেয়া উচিত বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের সাথে এক ফোনালাপে বুধবার তিনি এ কথা বলেন।
ক্রেমলিন সূত্রে এ কথা জানা গেছে।
এক বিবৃতিতে ক্রেমলিন বলছে, উভয়ের কথোপকথনে ইস্তাম্বুল চুক্তি বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পায়। এ সময়ে উভয়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকায় যাদের বেশি প্রয়োজন সেসব দেশে অগ্রাধিকার ভিত্তিতে শস্য পাঠানোর বিষয়ে জোর দেন।