মশার কামড় খাননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।তবে অনেকের অভিযোগ, মশা আমাকে বেশি কামড়ায়। তবে আমরা মজা করে বলে থাকি রক্ত মিষ্টি হলে মশা বেশি কামড়ায়।
অনেক সতর্কতা সত্ত্বেও কিছু মানুষকে মশা যেন একটি বেশিই কামড়ায়। কখনও ভেবে দেখেছেন, কেন এমন হয়!
মশার কামড় থেকে কী না হয়! ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ জটিল সব রোগ। তাই একটাও মশা যাতে না কামড়ায়, সব সময় সতর্ক থাকতে হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউসি ডেভিস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানাচ্ছেন, কিছু কিছু মানুষের শরীরে মশার প্রিয় রাসায়নিক বেশি থাকে। তাই তারা সেই সব মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়।
অনেকেই মজা করে মাঝে মধ্যে বলেন, যাদের রক্ত বেশি মিষ্টি তাদেরকেই মশা বেশি কামড়ায়। আসলে বিষয়টাও অনেকটা তেমনই। অন্তত এমনটাই দাবি মার্কিন গবেষকদের।
আজকের বাজার/এসএম