সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট নিরসনকল্পে ঢাকা শহরের চার পাশে সার্কুলার রুটের (অংশ-২) উন্নয়ন করা হবে।
তিনি বলেন, ‘সার্কুলার রুট (অংশ-২)-এর আওতায় তেরমুখ-আব্দুল্লাপুর-ধউর-বিরুলিয়া-গাবতলী-বাবুবাজার-পোস্তগোলা-ফতুল্লা-চাষাঢ়া-ডেমরা রুটটি উন্নয়ন করা হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য নূরজাহান বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তিনি বলেন, প্রস্তাবিত রুটের ধউর পয়েন্ট এবং গাবতলী পয়েন্টে দুটি ফ্লাইওভার নির্মাণ করার পরিকল্পনা সরকারে রয়েছে। এ দুটি ফ্লাইওভারের ফিজিবিলিটি স্ট্যাডি ও ডিটেইল ডিজাইনের কাজ চলমান রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকা (বনানী), জয়দেবপুর মহাসড়েকের এয়ারপোর্ট মোড়ে ৭০০ মিটার দীর্ঘ একটি এবং জসিমউদ্দিন মোড়ে ৬০০ মিটার দীর্ঘ আরও একটি ৬ লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ করা হবে।
আজকের বাজার : সালি / ১ ফেব্রুয়ারি ২০১৮