যান্ত্রিক ত্রুটির কারণে ইউএস বাংলার কক্সবাজারগামী একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১ টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফ্লাইটটির চাকায় আগুন লেগে গেলে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। তবে, যাত্রীরা নিরপদে আছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক অফিসার জানান, বিমানটির সামনের নোজ হুইল কাজ না করায় বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করে। তবে বিমান দুর্ঘটনার খবরটি অস্বীকার করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স।
আজকের বাজার/এমএইচ