যান্ত্রিক ত্রুটি: ঢাকায় বিমানের জরুরি অবতরণ

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ওই বিমানটি ঢাকার স্থানীয় সময় বেলা ১২টায় উড্ডয়ন করে। যাওয়ার কথা ছিল নীলফামারির সৈয়দপুরে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র গ্রাউন্ড অফিসার জাহিদ মিয়া জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে মঙ্গলবার বেলা ১২টায় সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে ফিরে আসতে হয়েছে। বিকাল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে আবার ফ্লাই করবে বলে আমরা আশা করছি।

ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের ওই বিমানটিতে কী ধরনের সমস্যা হয়েছিল তা স্পষ্ট করেননি বিমান কর্মকর্তারা। ৭৩ যাত্রী ধারণে সক্ষম ওই ফ্লাইটে কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি।

উল্লেখ, মাত্র এক সপ্তাহ আগে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশীসহ ৫১ জন মারা যান।

এস/