বলিউড অভিনেত্রী সোনাম কাপুর আগামী ৮ মে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এ উপলক্ষে জোর কদমে চলছে সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ের আয়োজন। এই বিয়ের অনুষ্ঠান যে তারকাখচিত হবে তা অনুমেয়।
জি নিউজ এক প্রতিবেদনে জানায়, ইতোমধ্যেই, অতিথিদের কাছে পৌঁছে গেছে নিমন্ত্রণ পত্র। তবে এ বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না বিরাট কোহলি ও আনুশকা দম্পতি।
জানা গেছে, সোনমের বিয়ের সময় আনুশকা শাহরুখের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলবামায় থাকবেন। সেখানে আনন্দ রাইয়ের ‘জিরো’ ফিল্মের শেষ কিছু অংশের শুটিং চলবে। অপরদিকে বিরাট কোহলি ব্যস্ত আইপিএল নিয়ে। ৭ মে বেঙ্গালুরুর সঙ্গে হায়দরাবাদের ম্যাচ রয়েছে।
তবে শুধু বিরাট-আনুশকাই নন, সোনমের বিয়েতে থাকতে পারছেন না আরো দুই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন।
এস/