রাশিয়ার সেনাবাহিনী বলেছে, ওয়াগনার গ্রুপের ভাড়াটে সৈন্যদের মধ্যে যারা মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ বন্ধ করবে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেয়া হবে।
ওয়াগনার যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে শনিবার রাশিয়ার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “আপনারা ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের অপরাধ মূলক উদ্যোগে প্রতারিত হয়ে সশস্ত্র বিদ্রোহে অংশ নিয়েছেন। আমরা আপনাদেরকে কারণ দেখাতে এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সাথে যোগাযোগ করার নির্দেশ দিচ্ছি। আমরা সকলের নিরাপত্তার নিশ্চয়তা দেবো।”