আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন বরিস জনসন। রানি দ্বিতীয় এলিজাবেথ বাকিংহাম প্রাসাদে জনসনকে নিয়োগ দেন। প্রাসাদ নিশ্চিত করেছে যে জনসনকে ‘প্রাইম মিনিস্টার ও ফাস্ট লর্ড অব দ্য ট্রেজারি’ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের চুক্তি সংসদে অনুমোদন করাতে ব্যর্থ হওয়া থেরেসা মে পদত্যাগ করার পর বুধবার রানির সাথে সাক্ষাৎ করতে প্রাসাদে যান জনসন।
তিনি নিজের নতুন মন্ত্রিসভা সাজাতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে গিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন।
এদিকে, সরকার গঠনে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে সম্মতি আনতে বাকিংহাম প্রাসাদে যাওয়ার সময় বরিস জনসনের মোটর শোভাযাত্রা পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের বিক্ষোভকারীদের মুখে পড়ে।
বাকিংহাম প্রাসাদ জানিয়েছে, থেরেসা মে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে তার পদত্যাগপত্র দিয়েছেন। রানি তা গ্রহণ করেছেন। তার কিছুক্ষণ পরই জনসন প্রাসাদে এসে উপস্থিত হন। তথ্য-ইউএনবি
আজকের বাজর/এমএইচ