যুক্তরাজ্যের সৈকতে উড়ন্ত অবস্থায় নেমে পড়ল বিমান

যুক্তরাজ্যের সিডমাউথের একটি সৈকতে আকাশে উড়ন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর জরুরি অবতরণ করেছে একটি বিমান। এ ঘটনা ঘটে গত শনিবার তবে পাইলট বা বিমানের যাত্রী কারো কোনো ক্ষতি হয়নি।

এই বিমানটির একমাত্র যাত্রী ছিলেন ট্রুডি স্পিলার। তিনি বলেন, হাত নড়িয়ে তিনি সৈকত থেকে মানুষকে সরে যাওয়ার জন্য বলেছিলেন।

বিমানটির পাইলট জ্যাক রকি সিডমাউথ হেরাল্ডকে বলেন, ইঞ্জিনটি যখন বিকল হতে শুরু করে তার হাতে তখন সৈকতে জরুরি অবতরণের চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় ছিল না।

এ অবতরণে ঝুঁকি থাকলেও নানা বিষয় চিন্তা করে তাকে সৈকতে অবতরণের সিদ্ধান্তই নিতে হয় শেষ পর্যন্ত।

আজকের বাজার/আর আই এস