যুক্তরাজ্যের ২৩ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া।
প্রসঙ্গত,রাশিয়ার পক্ষত্যাগী দুই গুপ্তচরকে বিষাক্ত নার্ভ অ্যাজেন্ট প্রয়োগে হত্যা চেষ্টার অভিযোগে দু’দিন আগে দেশটির ২৩ কূটনীতিককে বহিষ্কার করে যুক্তরাজ্য।
রাশিয়াও চুপ করে বসে থাকার পাত্র নয়।শনিবার, পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়াও যুক্তরাজ্যর ২৩ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়। বহিষ্কারের ঘোষণা দেয়ার পাশাপাশি রাশিয়ায় ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রমও স্থগিত করেছে মস্কো।
ব্রিটিশ রাষ্ট্রদূত ল্যরি ব্রিস্টোকে তলবের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মস্কোতে নিযুক্ত ব্রিটিশ দূতাবাসের ২৩ কূটনীতিককে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। তাদের এক সপ্তাহের মধ্যে বহিষ্কার করা হবে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ৪ মার্চ যুক্তরাজ্যের সলিসব্যুরিতে সের্গেই ও ইয়ুলিয়া স্ক্রিপালকে নার্ভ অ্যাজেন্ট প্রয়োগে ব্রিটেনের ‘ভিত্তিহীন’ এবং ‘উসকানিমূলক’ কাজের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
আজকের বাজার/আরজেড