যুক্তরাজ্যে শুক্রবার করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। করোনাভাইরাসের অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় এ রেকর্ড হলো। খবর এএফপি’র।
সরকার জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ২২ হাজার ১৮৬ জনের ভাইরাস সনাক্ত হয়েছে। বৃহস্পতিবারের সংখ্যার চেয়ে এ সংখ্যা ২ হাজার জন বেশি।
ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে ১ লাখ ৪৭ হাজার ৮৫৭ জন প্রাণ হারিয়েছে।
এদিকে আগের সপ্তাহের তুলনায় গত ৭দিনে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে হাসপাতালে ভর্তি ও মৃতের সংখ্যাও অনেক বেড়ে গেছে।
খবরে বলা হয়, সরকারি ছুটির কারণে সরকার ২৭ ডিসেম্বর পর্যন্ত তাদের ভাইরাস সংক্রমণের সংখ্যা হালনাগাদ করবে না।