যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্লাইমাউথ নগরীতে ‘মারাত্মক বন্দুক হামলার ঘটনার’ পর বৃহস্পতিবার ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারী এবং ১০ বছরের কম বয়সের এক শিশু রয়েছে। পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ডেভন ও কর্নওয়াল পুলিশ বন্দুক হামলার পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্লাইমাউথের কিহাম এলাকার এ ঘটনাকে একটি ‘গুরুত্বপূর্ণ ঘটনা’ হিসেবে ঘোষণা করে। তবে পরে জানানো হয়, এটিকে সন্ত্রাসবাদমূলক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে না।
এ ঘটনার কয়েক ঘণ্টা পর শুক্রবার হালনাগাদ করা তথ্যে ডেভন ও কর্নওয়াল পুলিশ জানায়, ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ প্রাণ হারায়।
পুলিশ আরো জানায়, ঘটনাস্থলের পার্শ্ববর্তী স্থান থেকে আরেক পুরুষের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। এটি সন্দেহভাজন বন্দুকধারীর লাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়া আরেক নারীকে হাসপাতালে নেয়া হয় এবং কিছুক্ষণ পর তারও মৃত্যু ঘটে।
পুলিশ জানায়, ‘বন্দুকের গুলিতে মারাত্মকভাবে আহত হওয়ার পর তারা সকলে মারা যায় বলে ধারণা করা হচ্ছে।’
তাদের মৃত্যুর খবর পুলিশ নিশ্চিত করার পরপরই স্থানীয় আইন প্রণেতা পোলার্ড জানান, এদের মধ্যে ১০ বছরের কম বয়সের এক শিশু রয়েছে।
লেবার পার্টির এমপি টুইটার বার্তায় বলেন, ‘এ ঘটনায় আহত আরো অনেককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘এটি একটি ভয়াবহ ঘটনা। এ মর্মান্তিক ঘটনায় আমি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমার শোক জানাচ্ছি।’