যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কাউন্টি এসেক্সে একটি মালবাহী ট্রাক থেকে ৩৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার এসেক্সের ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয় বলে বৃটিশ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
পুলিশ গাড়িটির চালক ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে। সে উত্তর আয়ারল্যান্ডের অধিবাসী।
এসেক্স পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক, আর একজন কিশোর।
কর্তৃপক্ষের ধারনা, গাড়িটি গত শনিবার বুলগেরিয়া থেকে ওয়েলশের হলিহেড বন্দর দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে।
এসেক্স পুলিশের চিফ সুপারিটেনডেন্ট এন্ড্রু মেরিনার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা ভিকটিমদের সনাক্ত করার চেষ্টা করছি। তবে সেজন্য দীর্ঘ সময় লাগবে বলে আমার মনে হচ্ছে।’
আজকের বাজার/এমএইচ