ব্রিটেনে গত মাসে একটি ট্রাক-লরি থেকে মৃতাবস্থায় উদ্ধার করা ৩৯ জনের মধ্যে প্রথম দফায় পাঠানো লাশগুলো বুধবার ভিয়েতনামে পৌঁছেছে। বিমানবন্দর নিরাপত্তা সূত্র একথা জানায়।
ভিয়েতনাম এয়ারলাইন্সের ভাড়া করা একটি ফ্লাইটে করে মৃতদেহ লন্ডন থেকে হ্যানয়ে আনা হয়। এ বিমানবন্দর থেকে লাশগুলো নেয়ার জন্য অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা কর্মীরা অপেক্ষায় রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই নিরাপত্তা সূত্র বলেন,‘১৬টি লাশ নিয়ে বিমানটি অবতরণ করেছে। স্থানীয় কর্তৃপক্ষের কাছে লাশগুলো হস্তান্তরের জন্য আমরা অপেক্ষা করছি।’
বুধবার ১৬টি লাশ ভিয়েতনামে পৌঁছাবে এমন একটি সরকারি চিঠি হাতে পাওয়ার কথা এএফপি নিশ্চিত করেছে। এ ১৬ লাশ ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় তিনটি প্রদেশের। অবশিষ্ট অন্যান্য লাশ পরবর্তীতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। তবে বাকি লাশগুলো কত তারিখে পৌঁছাবে তা এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়নি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান