যুক্তরাজ্যে নতুন করে ৩৮ হাজার ৫৯৮ জন করোনায় আক্রান্ত

ব্রিটেনে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ হাজার ৫৯৮ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এ বছরের শুরু থেকে এটি হচ্ছে সর্বনিম্ন প্রাত্যহিক বৃদ্ধি। রোববার প্রকাশ করা সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর সিনহুয়ার।
উপাত্ত অনুযায়ী, এনিয়ে যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩৩ লাখ ৯৫ হাজার ৯৫৯ জনে দাঁড়ালো। দেশটিতে শনিবার ৪১ হাজার ৩৪৬ জন করোনায় আক্রান্ত হয়। সেদিক থেকে রোববারের এ সংখ্যা কিছুটা কম।
করোনাভাইরাস পজিটিভ হওয়ার ২৮ দিনের মধ্যে আরো ৬৭১ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে ব্রিটেনে কোভিড-১৯ রোগ সংক্রান্ত মৃতের মোট সংখ্যা বেড়ে এখন ৮৯ হাজার ২৬১ জনে দাঁড়ালো।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে ব্রিটেনে বর্তমানে টিকাদান কর্মসূচি চলছে।