যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের বেড়েছে। দেশটিতে গত ৮ মের পর একদিনে নতুন করে সর্বোচ্চ ৪৪২২ জন শনাক্তের মাধ্যমে আক্রন্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৯০ হাজার ৩৫৮ জনে দাঁড়িয়েছে।
শনিবার প্রকাশ করা সরকারি পরিসংখ্যান অনুযায়ী- যুক্তরাজ্যে মোট ৪১ হাজার ৭৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সিনহুয়ার খবর অনুযায়ী- শনিবার দেশটিতে আরও ২৭ জন মারা গেছেন।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করেছেন যে ব্রিটেনে দ্বিতীয় ধাপের সংক্রমণ আসছে।
করোনার ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে রয়েছে ব্রিটেন, চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৬৩৩ জনে।
জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৯ লাখ ৫৫ হাজার ৪০৪ জনের।
সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে রবিবার পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৫৩ লাখ ৮ হাজার ১৪ জন এবং মৃত্যু হয়েছে ৮৫ হাজার ৬১৯ জনের।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৫ লাখের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩৬ হাজার ৫৩২ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৭ লাখ ৬৪ হাজার ৮০৩ জন রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৯৯ হাজার ২৫৮ জন।
বাংলাদেশ পরিস্থিতি:
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৯১৩ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে ১ হাজার ৫৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।