যুক্তরাজ্যে বড়দিনে হামলার পরিকল্পনা নস্যাৎ

বড়দিনে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানোর একটি পরিকল্পনা ঠেকিয়ে দিয়েছে যুক্তরাজ্য পুলিশ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের এ উৎসবকে লক্ষ্য করে সম্ভাব্য হামলাটি চালানোর পরিকল্পনা ছিল বলে ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশের একটি সূত্র জানিয়েছে। এই পরিকল্পনার অভিযোগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে সাউথ ইয়র্কশায়ার ও ডার্বিশায়ার থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ বলেছে, ৩১ বছর বয়সী একজনকে আটক করার পর বোমা নিস্ক্রিয়কারী দল চেস্টারফিল্ডের একটি রাস্তা ঘিরে রাখে এবং আশপাশের ঘরবাড়ি খালি করে ফেল। পরে শেফিল্ড শহরের বার্নগ্রিভ ও মিরসব্রুক থেকে পরে ২২, ৩৬ ও ৪১ বছর বয়সী আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।চারজনের বিরুদ্ধে ২০০০ সালে প্রণীত সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ওয়েস্ট ইয়র্কশায়ারের একটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বার্নগ্রিভের ব্রানসউইক সড়কের ফাতিমা কমিউনিটি সেন্টারের কাছে মঙ্গলবার বিকাল পর্যন্ত বোমা নিস্ক্রিয়কারী দলের তৎপরতা ছিল। দ্বিতল ওই ভবনের বাইরে সেসময় অসংখ্য পুলিশ সদস্য ও তাদের গাড়ি দেখা গেছে। শেফিল্ডের শায়ারব্রুক এলাকার এক বাসিন্দা মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে একটি অভিযানের সময় ‘তীব্র শব্দ’ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন। কম্পনের কারণ হিসেবে ওই এলাকার বাসিন্দারা বিস্ফোরণের কথা ভাবলেও পরে পুলিশ জানিয়েছে, ভবনে ঢুকতে গিয়ে তাদের চালানো তৎপরাতেই ওই শব্দের উৎপত্তি।
অভিযান চলাকালে পুলিশ সদস্যরা ‘চিৎকার করে’ আশপাশের লোকদের ঘরের ভেতর থাকার অনুরোধ করেন ।
ডার্বিশায়ার পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জানান, ঘটনাস্থলে পুলিশ তৎপরতা সাধারণ জনগণকে বিচলিত করেছিল বলে তারা বুঝতে পেরেছেন।

সূত্র: বিবিসি
আজকের বাজার: এসএস/ওএফ/সালি, ২০ ডিসেম্বর ২০১৭