যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি মার্কিন অবরোধের কবল থেকে নিজেদের কোম্পানিগুলোকে রক্ষায় করণীয় নিয়ে আলোচনায় বসছে আজ। মঙ্গলবার (১৫ মে) বৈঠকটি হওয়ার কথা রয়েছে। রয়টার্স এসব তথ্য জানায়।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেন, ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর ফের অবরোধ আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন। এই অবরোধের কবল থেকে কিভাবে আমাদের কোম্পানিগুলোকে রক্ষা করা যায় সেই বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার বৈঠক হবে ফ্রান্স ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। এসব কোম্পানি ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে।
আজকের বাজার/একেএ