যুক্তরাষ্টকে ফের উত্তর কোরিয়ার হুমকি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া শুরু করলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কে.সি.এন-এ প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, চূড়ান্তভাবে ওয়াশিংটন-সিউল সামরিক মহড়ায় অংশ নিলে, নিজেদের মতো করে পাল্টা ব্যবস্থা নেবে পিয়ংইয়ং।

হুঁশিয়ার করে বিবৃতিতে কিম  প্রশাসন বলেন, ভয়াবহ পরিস্থিতির সব দায়ভার যুক্তরাষ্ট্রকে নিতে হবে । উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে কে.সি.এন জানায়, দু’পক্ষ মহড়া শুরু করলে তারা আলোচনার জন্য বসে থাকবে না।

একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ভয়েও পিছু হটবে না তারা। গেলো ২৮শে ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট দফতরের নিরাপত্তা উপদেষ্টা জানান, এপ্রিলের শুরুতে সিউল-ওয়াশিংটন যৌথভাবে সামরিক মহড়া শুরু করেত যাচ্ছে।

এরপরই, তাদের এ পদক্ষেপ কোরীয় উপদ্বীপের শান্তি প্রক্রিয়াকে বিপন্ন করবে বলে সতর্ক করে দেয় উত্তর কোরিয়া।

আজকের বাজার/ আরজেড