যুক্তরাষ্ট্রকে কোভিড টিকাদান কর্মসূচি বিষয়ে অবশ্যই আরো ভাল করতে হবে : বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বিষয়ে আমেরিকানদের ‘এখনো আরো ভাল করার’ প্রয়োজনীয়তা রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় আবারো সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ মাস্ক পরিধান সংক্রান্ত নির্দেশাবলী পালন কঠোর করার মধ্যেই তিনি এমন মন্তব্য করলেন। খবর এএফপি’র।
উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ি বা ঘরের ভিতরে মাস্ক পরিধান করার প্রয়োজনীয়তার ব্যাপারে সেন্ট্রার্স ফর ডিজিজ কন্ট্রোল পদক্ষেপ নেয়ার পর এক বিবৃতিতে বাইডেন বলেন, তিনি টিকাদান কর্মসূচির গতি আনতে বৃহস্পতিবার নতুন পদক্ষেপ ঘোষণা করবেন।
মার্কিন গোয়েন্দা বাহিনীর উদ্দেশ্যে পৃথক এক ভাষণ দেয়ার সময় মার্কিন ফেডারেল কর্মীদের টিকাদানের সম্ভাব্য আদেশের ব্যাপারে জানতে চাইলে বাইডেন উত্তরে বলেন, ‘এটা এখন বিবেচনাধীন রয়েছে।’