যুক্তরাষ্ট্রকে পরমাণু হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। হুঁশিয়ারি দিয়ে কোরিয়া জানায়, যদি এ অঞ্চলে মার্কিনিরা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে তাহলে তারা এসব মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত।
বিবিসির খবরে বলা হয়, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম-২ সুংয়ের ১০৫তম জন্মবার্ষিকী উদযাপনের সময় যুক্তরাষ্ট্রের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
শনিবার পিয়ংইয়ংয়ে প্যারেডে উত্তর কোরিয়া তাদের সৈন্য, ট্যাংক ও অন্যান্য অস্ত্র এবং সরঞ্জাম প্রদর্শন করে। এর মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে কিম জং উন আরো একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবেন।
উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তা চু রিয়ং হাই জানান, যেকোনো ক্ষেপণাস্ত্র হামলার বিপরীতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত আমরা। প্যারেডে উত্তর কোরিয়ার সামরিক সামর্থ্যের অতিরিক্ত প্রদর্শন যুক্তরাষ্ট্রকে আরো উস্কে দেবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন।
প্যারেডে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ডুবোজাহাজ প্রদর্শন করে। উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তুলছে তা এই প্যারেড থেকে সহজে অনুমান করে নিচ্ছে আন্তর্জাতিক অঙ্গন।